অন্তর্বর্তী সরকারের মেয়াদে সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, সরকারি হাসপাতালে বর্তমানে ১০ হাজার চিকিৎসক ও ১২ হাজার নার্সের ঘাটতি রয়েছে।
শুক্রবার সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, দেশের যেসব মেডিকেল কলেজ সরকার নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে পারবে না, সেখানে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি ডাক্তারদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার আহ্বান জানান তিনি।
ওষুধের দাম নিয়ন্ত্রণ প্রসঙ্গে নূরজাহান বেগম বলেন, ভবিষ্যতে প্রয়োজনীয় ৩০০ ওষুধের দাম সরকার নির্ধারণ করবে।
এছাড়া নার্সদের দক্ষতা বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ডিপ্লোমা নার্সদের আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি জাপানে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এই কর্মসূচি চট্টগ্রাম থেকেই শুরু হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: