ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। সোমবার (০২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ‘গণঅধিকার পরিষদ-জিওপি’কে পুনরাদেশ না দেওয়া পযন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।
দলের নিবন্ধন নম্বর ৫১ এবং দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিল দলটি। তবে তখন দলটিকে নিবন্ধন দেয়নি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসি।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: