[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

কোথাও দেখতে পাবেন না, ইসলামের বিরুদ্ধে লিখেছি: শাহরিয়ার কবির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৪

শাহরিয়ার কবির-ফাইল ছবি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির আদালতে বলেছেন, আমি ১০০ এর উপর বই লিখেছি। কোথাও দেখতে পাবেন না ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি।

 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.ছানাউল্ল্যাহর আদালতে একথা বলেন তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে গৃহকর্মী লিজা আক্তারকে হত্যার ঘটনায় রমনা মডেল থানায় দায়েরকৃত এক মামলায় শাহরিয়ার কবিরের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

আজ সকাল ৯টায় তাকে আদালতে হাজির করা হয়। এসময় তাদের ঢাকার সিএমএম আদালতে হাজতখানায় রাখা হয়। পরে তাকে এজলাসে তোলা হলে বিক্ষুব্ধ আইনজীবীরা তাকে নিয়ে কটূক্তি করতে থাকেন।

এসময় একজন সিনিয়র আইনজীবী তাদের কটূক্তি করতে বারণ করেন। এতে তোপের মুখে পড়েন তিনি। বলেন, ওদের দালালি করবেন না। দালালির দিন শেষ। শাহরিয়ার কবির শাহবাগের নাস্তিক। আলেম, মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে।

পরে আদালত তার বক্তব্য জানতে চাইলে শাহরিয়ার কবির বলেন, আমি অসুস্থ, হাঁটতে পারি না। আমি ১০০ এর উপর বই লিখেছি। কোথাও দেখতে পাবেন না ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি। রিমান্ড দিবেন বা না দিবেন আপনার ইচ্ছা। আমি অসুস্থ, হুইল চেয়ার ছাড়া আমি চলতে পারি না।

মামলার শুনানি শেষে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর