[email protected] শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৭ অগ্রহায়ণ ১৪৩২

ভোট দিতে প্রথম দিনেই ৩ হাজার ৮৯৫ জন প্রবাসীর আবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ২০:৪৩

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ৩ হাজার ৮৯৫ জন প্রবাসী ভোটার হওয়ার আবেদন করেছেন। এর মধ্যে ৩ হাজার ৬৬২ জন পুরুষ ও ২৩৩ জন নারী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি বলছে, প্রবাসী নারীর তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা বেশি হওয়ায় নারী আবেদন স্বাভাবিকভাবেই কম।

এর আগে বুধবার (১৯ নভেম্বর) অ্যাপটিতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

ইসি জানায়, দক্ষিণ কোরিয়া থেকে সর্বাধিক ১ হাজার ৯৮৬ জন প্রবাসী আবেদন করেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে ৩৯১, মিশর থেকে ৬৭, উগান্ডা থেকে ১৯, মোজাম্বিক থেকে ১৬, জাপান থেকে ৭৭৬, চীন থেকে ৩৭৭, লিবিয়া থেকে ৬৫, মরিশাস থেকে ১৮ ও লাইবেরিয়া থেকে ১২ জনসহ বিভিন্ন দেশের প্রবাসীরা নিবন্ধন করেছেন।

ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। প্রবাসী ও দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি—প্রবাসী বাংলাদেশি, নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা—১৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন করে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে পারবেন।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, ১৯ থেকে ২৩ নভেম্বর পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকার ৫০ দেশে নিবন্ধন চলছে। এরপর ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশেনিয়ার দুটি দেশে নিবন্ধনের সুযোগ থাকবে।

ইউরোপের ৪২টি দেশে নিবন্ধন হবে ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে। মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হবে ৪ ডিসেম্বর এবং চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। দক্ষিণ এশিয়ার সাতটি দেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের প্রবাসী ভোটার নিবন্ধন করতে পারবেন ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি ১৪টি দেশে নিবন্ধন হবে ১৪ থেকে ১৮ ডিসেম্বর।

বাংলাদেশে যারা পোস্টাল ভোট দেবেন তাদের জন্য ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এ সময়ে যদি কোনো প্রবাসী নিবন্ধন বাকি থাকে তবে তাদেরও সুযোগ দেওয়া হতে পারে।

ইসি জানায়, অঞ্চলভিত্তিক নিবন্ধন শেষ হলে ব্যালট পেপার প্রবাসীদের কাছে পাঠানো হবে এবং ১৬ থেকে ২৮ দিনের মধ্যে তা রিটার্নিং কর্মকর্তা বরাবর ফেরত পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর