[email protected] রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন দেড় লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩০

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যবস্থায় অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ইতোমধ্যে দেড় লাখের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত মোট ১ লাখ ৫৫ হাজার ১৩১ জন প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্দিষ্ট সময় শেষে এসব ভোটারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন।

এবারই প্রথমবারের মতো প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

যে দেশগুলো থেকে নিবন্ধন চলছে তার মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, ব্রাজিল, হংকং, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ মোট কয়েক ডজন দেশ।

ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালট পূরণ করে তা ফিরতি খামে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কমিশন এবার ৫০ লাখ প্রবাসী ভোটারকে যুক্ত করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর