[email protected] রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ছাড়াল ১ লাখ ৯৩ হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সংখ্যা দ্রুত বাড়ছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে জানা যায়, ইতোমধ্যে ১ লাখ ৯৩ হাজার ৮৩৬ জন প্রবাসী পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

ইসি সূত্রে জানা যায়, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, হংকং, ব্রাজিল, যুক্তরাষ্ট্রসহ মোট কয়েক ডজন দেশে এই নিবন্ধন কার্যক্রম চলছে। প্রবাসীদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারাও এই সিস্টেমে ভোট দিতে পারবেন।

প্রথমবারের মতো দেশে আইটিসাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটাররা অ্যাপে নিবন্ধনের পর ডাকযোগে ব্যালট পাবেন। ভোট প্রদান শেষে নির্ধারিত রিটার্নিং কর্মকর্তার কাছে তা ফেরত পাঠাতে হবে।

গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

ইসি জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি হিসেবে ৫০ লাখ প্রবাসী ভোটারকে এই প্রক্রিয়ায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর