[email protected] সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
২৪ অগ্রহায়ণ ১৪৩২

তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে আগাম প্রচারসামগ্রী: নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৯:১৪

সংগৃহিত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সকল আগাম নির্বাচনি প্রচারসামগ্রী সরিয়ে ফেলতে হবে। অন্যথায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনে মোট ৩০০ ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি কাজ করবে। এসব কমিটি শুধু তদন্তই নয়, প্রয়োজনে বিচারও করতে পারবে। পাশাপাশি নির্বাচনি এলাকায় জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের তৎপরতাও থাকবে স্বাভাবিকভাবেই।

তিনি জানান, তফসিল ঘোষণার পরদিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে থাকবেন। নির্বাচনের আগের তিন দিন, নির্বাচনের দিন এবং পরের দিন এই সংখ্যা আরও বাড়বে।

সানাউল্লাহ বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রচারসামগ্রী অপসারণে ব্যর্থ হলে আচরণবিধির আওতায় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়নে নির্বাচন কমিশন এই সপ্তাহেই একটি পরিপত্র দেবে, যার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত পরিকল্পনা তৈরি করবে।

তিনি আরও জানান, নির্বাচনি এলাকায় সব ধরনের অনুদান এবং ত্রাণ বিতরণ নিষিদ্ধ থাকবে। তবে বয়সভাতা, সোশ্যাল সেফটি নেটের নিয়মিত সুবিধা এসব নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর