ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে থানায় সোপর্দ করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এ ঘটনায় হলের প্রাধ্যক্ষকেও অপসারণ করা হয়েছে।
ঢাবির জনসংযোগ অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের ঘটনার সাথে জড়িত থাকার কারণে অভিযুক্ত আট ছাত্রের আবাসিক সিট বাতিল করে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে থানায় সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ মো: মাসুমকে পরিবর্তন করে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো: ইলিয়াস আল-মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।’
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: