[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৮ অগ্রহায়ণ ১৪৩২

জাতীয় নির্বাচনে বাধ্যতামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা ব্যবহারের নির্দেশ ইসির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ২০:০৫

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধ্যতামূলকভাবে ছবিসহ ভোটার তালিকা ব্যবহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, জাতীয় নির্বাচনে বর্তমানে প্রণীত ছবিসহ ভোটার তালিকাই ব্যবহার করতে হবে। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা ও ভোট গ্রহণ কর্মকর্তারা ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করবেন। তবে প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা পোলিং এজেন্টরা ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহ করে মুদ্রণপূর্বক ব্যবহার করতে পারবেন।

সিডি পেতে মনোনয়নপত্র দাখিলের সময় সংশ্লিষ্ট জেলা বা উপজেলা পর্যায় থেকে কিংবা রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে আবেদন করতে হবে। ইউনিয়ন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য ৫০০ টাকা এবং সিটি করপোরেশন ও পৌরসভার প্রতি ওয়ার্ডের জন্য ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ফি জমা দিতে হবে কোড নম্বর ১০৬০১০১১০০১২৫-১৪২৩২৫৩এই ট্রেজারি চালান বা পে-অর্ডারের মাধ্যমে।

এতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রার্থীদের সরবরাহকৃত ছবি ছাড়া ভোটার তালিকার সিডিকে ছবিসহ ভোটার তালিকার সঙ্গে শতভাগ মিলিয়ে যাচাই করে ভোটকেন্দ্রে পাঠাতে হবে।

এ ছাড়া ভোট গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট দিতে পারবেন। তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তফসিল ঘোষণার পরপরই ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করে তাদের পোস্টাল ভোট নিবন্ধন বিষয়ে দ্রুত অবহিত করতে।

তথ্য সূত্র: বাসস।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর