[email protected] বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
২৪ পৌষ ১৪৩২

প্রশাসনের আচরণ এমন একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬, ১৭:০২
আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৭:০১

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ যদি নিরপেক্ষ না থাকে, তাহলে বিএনপির সাথে বসে তাদের সব আস দিয়ে দেওয়া হোক। এমন নির্বাচন আয়োজনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ‘আজাদীর যাত্রা’ কর্মসূচির প্রাক্কালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গণতন্ত্র রক্ষার প্রশ্নে বিএনপির দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে বিএনপিকেও প্রকাশ্যে অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, বর্তমান প্রশাসন রাজনৈতিকভাবে একটি নির্দিষ্ট দলের প্রতি ঝুঁকে পড়েছে। দেশে আবারও ফ্যাসিজমের পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “জনগণ আর প্রশাসনের গোলামি দেখতে চায় না।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, জনগণ আর প্রশাসনের আনুগত্যনির্ভর আচরণ দেখতে চায় না। তিনি প্রশাসনের এমন ভূমিকাকে প্রশ্রয় না দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।

এনসিপি নেতারা এ সময় নির্বাচন কমিশনের প্রতিও সতর্ক বার্তা দেন। তারা বলেন, কমিশনকে অবশ্যই জনগণের কাছে দায়বদ্ধ থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে জনআস্থার সংকট আরও গভীর হবে বলে তারা মনে করেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর