[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ হতাহতের খবর পাওয়া গেছে।

বৈরুতে বাংলাদেশিদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার অনুরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৪, ১০:৫৫

ফাইল ছবি

লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ বিমান হামলার সম্ভাবনার কথা জা‌নি‌য়ে এসব এলাকায় অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নি‌তে বলেছেন বাংলাদেশ দূতাবাস।

লেবাননের স্থানীয় সময় রবিবার (৬ অ‌ক্টোবর) দিবাগত রা‌তে এক জরু‌রি বার্তায় এই পরামর্শ দি‌য়েছে দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ রাতে বৈরুতের দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ বিমান হামলার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সবাইকে দ্রুত দাহিয়ে এবং তার পার্শ্ববর্তী এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এদিকে, লেবাননের রাজধানী বৈরুতে রবিবার (৬ অক্টোবর) রাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার সময় বড় বিস্ফোরণে দক্ষিণ বৈরুত কেঁপে ওঠে। ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ হতাহতের খবর পাওয়া গেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর