[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৪, ২০:৩৫

ফাইল ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৫ অক্টোবর বেলা ১১ টায়।

সোমবার (৭ অক্টোবর) বিকালে আন্ত শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই কথা জানান।

চলতি বছরের ৩০ জুন শুরু হয়েছিলো এই এইচএসসি পরীক্ষা যেখানে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।
কিন্তু কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে ১৬ জুলাইএর পরবর্তী পরীক্ষাগুলো কয়েকবার তারিখ পরিবর্তন এবং পরবর্তীতে স্থগিত ঘোষনা করা হয়। এরপর ৫ই আগষ্ট গন অভ্যুথানের পর স্থগিত পরীক্ষা সর্বশেষ নতুন তারিখ ১১ আগষ্ট নির্ধারণ করা হয়। তবে শিক্ষার্থীরা স্থাগিত পরীক্ষাগুলো বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। একপর্যায়ে তাদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় শিক্ষা প্রশাসন।

ইতিপূর্বে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে ( বিষয় ম্যাপিং) হবে পরীক্ষা বাতিল হওয়া বিষয়ের মূল্যায়ন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর