[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে সরকার গঠনের আহ্বান মাহমুদুর রহমানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ২৩:৪১

সংগৃহিত ছবি

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে দ্রুত অপসারণ করে ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার দাবি তুলেছেন আমার দেশ প্রত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। একই সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের বাদ দিয়ে সকল দলের অংশগ্রহণে একটি জাতীয় সরকার গঠন করার আহ্বান জানান তিনি।

সোমবার (২৮ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ‘ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে সংবিধান প্রশ্ন : মুজিববাদ নাকি জনমুক্তি?’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সংলাপের আয়োজন করেছে ফ্যাসিবাদবিরোধী সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সঞ্চালনায় এই সংলাপে আরো বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. সাইদুল ইসলাম প্রমুখ।

আমার দেশ প্রত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘সংবিধান আমাদের কোনো অধিকার দিতে পারেনি, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। অনেক শহীদ পরিবার আমার কাছে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজ স্বার্থে শহীদদের আত্মত্যাগ কাজে লাগাতে চায়। তাদের ব্যবহার করে তাদের রক্তের ওপর দিয়ে নিজেদের সাম্রাজ্য গড়তে চায়। সেজন্য শহীদদের পরিবারের প্রতি আমার পরামর্শ হচ্ছে তোমরা কারো প্ররোচণায় প্রলুব্ধ হইওনা। নিজেদের ব্যবহার হতে দিও না। তোমাদের রক্তের বিনিময়ে জনগণ স্বৈরাচার মুক্ত হয়েছে। অতএব এই অর্জনকে বিলিয়ে দেওয়া যাবে না।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোনো দল আপনাদের ক্ষমতায় বসায়নি, এদেশের ছাত্র-জনতা আপনাদের ক্ষমতায় বসাইছে। কীসের ম্যান্ডেট আর কিসের সংবিধান। জনগণের উপর কোনো সংবিধান নেই। সমাধান হিসেবে আমি আপনাদের দুটি প্রস্তাব দিতে চাই। সেগুলো হলো- রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ করা ও ড. মুহাম্মদ ইউসূসকে রাষ্ট্রপতি বানিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি জাতীয় সরকার গঠন করা।’

প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, ‘জাতীয় সরকার গঠনে যদি রাজনৈতিক দলগুলো এগিয়ে না আসে তাহলে সংবিধান সাসপেন্ড করে একটা বিপ্লবী সরকার গঠন করুন।’

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর