[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

মাদরাসা-স্কুল ভেদাভেদ নাই; আমরা সবাই ভাই ভাই!’

বৈষম্যবিরোধী আন্দোলনের মঞ্চে বক্তব্য দিলেন রফিকুল ইসলাম মাদানী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ১৬:৩৭

সংগৃহিত ছবি

এই ছাত্র-জনতা ভারতের বিপক্ষে, তাদের অবস্থান ভারতবিরোধী বলে মন্তব্য করেছেন ‘শিশুবক্তা’ হিসেবে খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা শহীদ ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছেন। আনন্দের মধ্যে, ছ্যালছালাইয়া ক্ষমতায় আসেননি।

কোনো অবস্থায়ই আওয়ামী লীগ ও ভারতের প্রতি দরদ দেখাবেন না।’

ছাত্রলীগ-যুবলীগের নৃশংসতার কথা তুলে ধরে রফিকুল ইসলাম মাদানী বলেন, ‘আমি আমার প্রেগনেন্সি স্ত্রীকে রেখে সেদিন নেত্রকোনা থেকে রওনা হয়েছিলাম। পথে আমাকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছিল। কিন্তু ভাগিস্য আমাকে সেদিন রক্ষা করেছেন ছাত্ররা। তারা ঢাল হিসেবে কাজ করেছেন।’
এর আগে আওয়ামী লীগকে প্রতিহতের জন্য গুলিস্তান জিরো পয়েন্টে কওমি মাদরাসা ছাত্রদের জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছিলেন আলোচিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রফিক মাদানী বলেন, ‘আগামীকাল ১২টায় আমিও থাকব গুলিস্তান জিরো পয়েন্টে। হে প্রিয় কওমি তারুণ্য আসুন, সবাই একসাথে মিলিত হই। মাদরাসা-স্কুল ভেদাভেদ নাই; আমরা সবাই ভাই ভাই!’

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর