[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ১৮:৪৪

ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশ থেকে উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তারা।

শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের দোসরদের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এনজিও এবং চট্টগ্রাম অঞ্চল আধিক্য পাচ্ছে। এখান থেকে সরে এসে বৈষম্যহীন যোগ্যলোকদের মাধ্যমে উপদেষ্টা পরিষদ সাজানোর দাবি জানান তারা।

এসময় কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনা বেহাত হতে দেয়া হবে না বলে হুশিয়ার করেন তারা। অভুত্থানের ফল পেতে সতর্ক অবস্থায় পর্যবেক্ষণ করে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান।

ইই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর