ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ জনের। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৭২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২২১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ হাজার ২১ জন ডেঙ্গুরোগী।
বুধবার (১৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। অন্য দুইজনের একজন চট্টগ্রাম বিভাগের এবং অপরজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশন বাদে) বাসিন্দা।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: