[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

তরুণদের উদ্ভাবন নিয়ে মেলা আয়োজনের কথা বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৫, ১৫:০৭

সংগৃহিত ছবি

তরুণদের উদ্ভাবন নিয়ে দেশজুড়ে মেলা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ভাবতে বলেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তরুণদের উদ্ভাবন নিয়ে দেশজুড়ে মেলা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ভাবতে বলেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১লা জানুয়ারি) সকালে রাজধানীর পূর্বাচলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ-২০২৫) উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, “মানুষমাত্রই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিক হলো বিপথে চলে যাওয়া। এটা মানুষের পথ না, মানুষের পথ হলো সৃষ্টি করা। নিজের মনের মধ্যে যা আছে তাই সৃষ্টি করা, অন্যের হুকুমে তৈরি করা না।”

প্রধান উপদেষ্টা আরোও বলেন, “বাংলাদেশ অপূর্ব সুযোগের দেশ। এটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ১৭ কোটি মানুষের দেশ ছোট একটি জায়গার ভেতরে। এর মধ্যে বেশির ভাগই টাটকা, তাজা, তরুণ। এরকম শক্তি খুব বেশি দেশের কপালে আসেনি। যে কারণে তারুণ্যের শক্তিকে উন্মোচিত করতে আমরা জোর দিচ্ছি।”

তিনি আয়োজকদের উদ্দেশ্যে বলেন, “বাণিজ্য মেলার উদ্দেশ্য হচ্ছে তরুণদের মাথায় উদ্দীপনা দেওয়া। এ মেলায় তরুণদের জন্য বিশেষভাবে একাংশ রাখা উচিত। তরুণরা অনেক কাজ করে কিন্তু সেটার স্বীকৃতি নেই। শুধু ছেলে তরুণ না, মেয়েরাও। তারা বাড়িতে বসে শাড়ি তৈরি করে, তার চাহিদা অনেক। গৃহিণীরা রান্না করে অনলাইনে বিক্রি করছে। মেলায় একাংশ থাকবে এসব দেখানোর। যেখানে তারা একে অন্যের কাজ দেখলে আরও আগ্রহ বাড়বে। আরও সুযোগ সৃষ্টি হবে।”

এসময় দেশজুড়ে এ ধরনের মেলা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ভাবতে বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “জেলা-উপজেলায় এমন মেলা আয়োজনের মাধ্যমে সারাদেশের তরুণদের সৃষ্টিগুলো খুঁজে ঢাকার বাণিজ্য মেলায় তাদের স্পেস করতে হবে। নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে দেশের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর