[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:২৬

সংগৃহিত ছবি

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। এ হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা।

এসময় এনসিটিবি কর্তৃক আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিল, ভূমিকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জেলাগুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের ওপর চলমান জবর দখল ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের যে কোনো নাগরিকের বিক্ষোভ প্রদর্শনের অধিকার ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক। এ অধিকার বৈষ্যম্যবিরোধী গণ-অভ্যুত্থানের চেতনা সংরক্ষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। শিক্ষার্থীদের ওপর হামলা নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক।

তারা আরও বলেন, ছাত্র-জনতার ওপর হামলায় আহতদের সুচিকিৎসা এবং সাম্প্রদায়িক ঘটনাবলির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানবন্ধনে সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর