[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

আ. লীগের কর্মসূচি ‘অনুশোচনাহীন’ এক নারীর আত্মচিৎকার : রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৫, ২১:৪৫

সংগৃহিত ছবি

আওয়ামী লীগের কর্মসূচিকে ‘অনুশোচনাহীন’ এক নারীর আত্মচিৎকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, এতগুলো মানুষ হত্যা করার পরও শেখ হাসিনার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। তিনি দেশে ফিরে আসতে পারলে মানচিত্র আর থাকবে না।

বুধবার (২৯ জানুয়ারি) চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত শাফিকউদ্দিন আহমেদ আহনাফের পিতা-মাতার সঙ্গে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আহনাফকে হত্যা করেছে। পুরস্কারের লোভে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এই কাজ করেছে।

এ সময় তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে শহীদ আহনাফের বাসায় এসেছি।’

উল্লেখ্য, শহীদ শাফিকউদ্দিন আহমেদ আহনাফ গত ৪ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আন্দোলনে মিরপুর-১০ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে মারা যায়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর