[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

'রিফাইন্ড আওয়ামিলীগ' ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্কবার্তা হাসনাত আবদুল্লাহর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৫:৪৪
আপডেট: ২১ মার্চ ২০২৫ ০৫:০৩

সংগৃহিত ছবি

সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ শুক্রবার (২১ মার্চ) রাত প্রায় ২টার সময় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস পোস্ট করেন। এতে তিনি 'রিফাইন্ড আওয়ামী লীগ' নামে একটি নতুন ষড়যন্ত্রের কথা উল্লেখ করে সতর্ক করেন এবং আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টাকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন।

হাসনাত আবদুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, ১১ই মার্চ দুপুর ২:৩০টায় ক্যান্টনমেন্ট থেকে তাকে এবং আরও দুইজনকে একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়। এই পরিকল্পনা অনুযায়ী, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন এবং তাপসকে সামনে রেখে 'রিফাইন্ড আওয়ামী লীগ' গঠনের প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবে আসন সমঝোতার বিনিময়ে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। হাসনাত আবদুল্লাহ দাবি করেন, ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগের পুনর্বাসনে সম্মত হয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন, এই পরিকল্পনা অনুযায়ী, এপ্রিল-মে মাস থেকে 'রিফাইন্ড আওয়ামী লীগ' এর নেতারা শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ গঠনের প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে। হাসনাত আবদুল্লাহ জানান, তারা এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে আওয়ামী লীগের বিচারের দাবি জানান। 

হাসনাত আবদুল্লাহর মতে, আলোচনার এক পর্যায়ে তাকে বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে বাধা দিলে দেশে সংকট সৃষ্টি হবে এবং এর দায়ভার তাদের নিতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, "আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে, তার দায়ভার আপনাদের নিতে হবে।" 

তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময়ও তাদেরকে বিভিন্ন চাপ দেওয়া হয়েছিল, কিন্তু তারা জনগণের উপর আস্থা রেখে হাসিনার পতন ঘটাতে সক্ষম হন। হাসনাত আবদুল্লাহ বলেন, "আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কী হবে আমি জানি না। নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে। কিন্তু আওয়ামীলীগ নিষিদ্ধের প্রশ্নে কোন ধরণের আপোষ করার সুযোগ নাই।" 

হাসনাত আবদুল্লাহ তার পোস্টে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আসুন, সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিবো না। ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোন সুযোগ নাই বরং আওয়ামীলীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে।" 

হাসনাত আবদুল্লাহর এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূচনা করেছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর