alokitogour@gmail.com মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১০:১৮

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের জনগণ এবং সংগঠনের সব শাখাকে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। সোমবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। তিনি আরও বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা।

স্বাধীনতার ৫৪ বছরে দেশের প্রাপ্তি ও প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, অনেক প্রত্যাশা এখনো পূরণ হয়নি। একইসঙ্গে তিনি গত জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে দেশের মানুষ এখন মুক্তভাবে শ্বাস নিতে পারছে। তবে কিছু স্বার্থান্বেষী মহল বিদেশি শক্তির সহায়তায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান এবং শান্তি-স্বস্তির নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিবৃতির শেষাংশে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের এবং গত জুলাইয়ের গণআন্দোলনে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর