[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

সিনিয়র রাজনীতিবিদদের প্রতিহিংসামূলক বক্তব্য বর্জনের আহ্বান সারজিস আলমের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১৭:৫৭

সংগৃহিত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি নেতাদের উদ্দেশে প্রতিহিংসামূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের ধাক্কামাড়া ইউনিয়নের মিড়গড় জেলা প্রশাসন ইকোপার্ক পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, "রাজনীতিতে বিএনপি নেতারা আমাদের সিনিয়র। আমরা তাদের কাছ থেকে শিখতে চাই। কিন্তু কাউকে ছোট করে কথা বলার পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনা ঠিক নয়। অতীতে শেখ হাসিনা, ড. ইউনূস বা খালেদা জিয়াকে যেভাবে বিদ্বেষপূর্ণ বক্তব্যের শিকার হতে হয়েছে, তা রাজনৈতিক সৌহার্দ্য বিনষ্ট করেছিল। আমরা চাই না সিনিয়র রাজনীতিবিদদের কাছ থেকে একই আচরণ বারবার দেখতে হোক।"

তিনি বলেন, "রাজনীতি একটি শ্রদ্ধার জায়গা। যদি আমাদের জন্য কোনো পরামর্শ থাকে, তা যেন শ্রদ্ধার সুরে দেওয়া হয়। এটাই আমাদের প্রত্যাশা।"

একই সঙ্গে চলমান রাজনৈতিক আন্দোলনের প্রভাব নিয়েও কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, "বিএনপির একজন নেতা বলেছেন, আন্দোলনের কারণে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আমি বলবো, কিছুটা বিঘ্নিত হয়েছে ঠিকই, কিন্তু একে সম্পূর্ণ ধ্বংস বলা সঠিক নয়।"

তিনি আরও যোগ করেন, "আমরা দেখেছি গত ১৬ বছরে বিএনপির অনেক নেতা কিভাবে নিপীড়নের শিকার হয়েছেন, পরিবারের সদস্যদের কাছে যেতে পারেননি। ছাত্রদের রক্ত ও ত্যাগের মাধ্যমেই আজ তারা বুক ফুলিয়ে কথা বলতে পারছেন। এটা তাদের আন্দোলনের ফসল।"

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, "দুই দেশের সম্পর্ক কখনো মুখোমুখি অবস্থায় যাক, সেটা আমরা চাই না। তবে যদি বাংলাদেশকে কেউ অনৈতিকভাবে বঞ্চিত করে, তাহলে বিকল্প পথ খুঁজে নেওয়া আমাদের অধিকার। ভারতের দৃষ্টিভঙ্গি ও আচরণই এই সম্পর্কের ভবিষ্যত নির্ধারণ করবে।"

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর