দেশে নির্বাচনের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি অভিযোগ করে বলেন, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৈচাপুর ইউনিয়ন বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচিত সরকার গঠনে এত অনীহা কেন, তা জনগণ জানতে চায়। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা নির্বাচনের প্রসঙ্গ এলেই অস্থির হয়ে পড়েন। তারা নির্বাচিত না হয়েও নিজেদের নির্বাচিত দাবি করছেন, যা ফ্যাসিবাদী মানসিকতারই প্রতিফলন।”
প্রিন্স আরও বলেন, “নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে প্রধান উপদেষ্টার এক বক্তব্য এক ঘণ্টায় চারবার পরিবর্তন করে গণমাধ্যমে পাঠানো হয়। এ ধরনের আচরণ জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করছে। এতে সরকারের প্রকৃত উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে।”
কর্মিসভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর।
সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী এবং হালুয়াঘাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: