[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

জয়নুল আবেদিন ফারুকের ‘বেহেশতের টিকিট’ মন্তব্য অসত্য ও হাস্যকর: জামায়াত নেতা রফিকুল ইসলাম খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ২০:১০

ফাইল ছবি

বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের জামায়াতে ইসলামীর বিরুদ্ধে করা মন্তব্যকে ‘অসত্য, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

রোববার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, “বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক গত ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জামায়াত সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী মসজিদে মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে বেহেস্তের টিকিট দেওয়া শুরু করেছে।’ আমি তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

রফিকুল ইসলাম খান আরও বলেন, “তার এই বক্তব্যে সত্যের লেশমাত্র নেই। এটি হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তিনি এই আজগুবি, হাস্যকর বক্তব্য দিয়েছেন।”

তিনি বলেন, “একজন রাজনৈতিক ব্যক্তির মুখে এমন কটাক্ষপূর্ণ, ধর্মীয় দাওয়াত নিয়ে উপহাসমূলক মন্তব্য আশা করা যায় না। এতে তিনি নিজের ব্যক্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করেছেন।”

বিবৃতিতে তিনি জয়নুল আবেদিন ফারুককে উদ্দেশ করে বলেন, “নিজের মর্যাদা ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় রেখে জামায়াত সম্পর্কে মিথ্যা ও কল্পনাপ্রসূত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর