[email protected] সোমবার, ৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নির্বাচন পেছানোর পক্ষে নয় জামায়াত, চায় সুষ্ঠু পরিবেশ: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৫, ১৪:৩৭

সংগৃহিত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “জাতীয় নির্বাচন পেছানোর পক্ষে নয় জামায়াত; বরং আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।”

সোমবার (৭ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আগামী ১৯ জুলাই ওই মাঠে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গোলাম পরওয়ার বলেন, “সরকারের বর্তমান ভূমিকা জনগণকে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করতে পারছে না। তাই জাতীয় সমাবেশে সব শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।”

তিনি আরও জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার এবং বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও দৃশ্যমানতা প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

পরিদর্শনকালে জামায়াতের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ও মহানগরী নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর