বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে গড়ে তুলতে এবং নিয়ন্ত্রণ করতে। এখন আমরা দল নিয়ন্ত্রণ করতে পেরেছি, ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব।”
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, “পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম হলো ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই।”
তিনি দাবি করেন, জামায়াতের কোনো নেতার ‘বেগম পাড়া বা পিসি পাড়া’তে কোনো সম্পত্তি নেই। “গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও জামায়াত কোনো অবিচার করেনি,” উল্লেখ করে তিনি বলেন, “জামায়াত যেমন নিজ দলকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে, তেমনি দেশকেও সুশাসনের পথে পরিচালিত করতে পারবে।”
গত সাড়ে ১৫ বছরে দেশে ‘বিচারের নামে প্রহসন’ হয়েছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “দেশের নির্বাচিত প্রতিনিধিরা যদি সব জায়গায় সততার পরিচয় দিতেন, তাহলে আজ বাংলাদেশ সিঙ্গাপুর বা চীনের মত উন্নত হতো।”
বর্তমান দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দেশে প্রচলিত আইনের সঠিক প্রয়োগ হলে আজ দেশে ১০ শতাংশ দুর্নীতিও থাকত না।”
শফিকুর রহমান আরও বলেন, “দেশে কুরআনের আইন চালু হলে মেয়েরা ঘর থেকে বের হতে পারবেন না, অন্য ধর্মের মানুষ নিরাপদে থাকবেন না—এ ধরনের অপপ্রচার চালানো হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সব ধরনের অপকর্ম বন্ধ করে, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে।”
সম্মেলনের শেষদিকে তিনি বলেন, “জামায়াতের রাজনীতি দেশের মানুষের জন্য, মানবতার জন্য। ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: