[email protected] রবিবার, ২৭ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২

যারা খাল দখল করে তাদের মনোনয়ন দেওয়া হবে না: আমীর খসরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১৭:২০

সংগৃহিত ছবি

যারা খাল দখল করে পরিবেশ দূষণ করে, বিএনপি তাদেরকে মনোনয়ন দেবে না— এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই টিকবে না।”

শনিবার (২৬ জুলাই) রাজধানীতে আয়োজিত “পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর ইশতেহার” বিষয়ক এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “এর আগে সরকারের ব্যর্থতায় সুষ্ঠু নির্বাচন হয়নি। ফলে কেউ জবাবদিহির আওতায় আসেনি।” তিনি আরও অভিযোগ করেন, “শেখ হাসিনা বাংলাদেশে জিডিপি ধ্বংস করে দিয়ে গেছেন।”

পরিবেশ রক্ষায় বিএনপির প্রতিশ্রুতি তুলে ধরে আমীর খসরু বলেন, “বিএনপি সারাদেশে ৩০ কোটি গাছ লাগাবে। দেশের জন্য ইতিবাচক দিক হচ্ছে— এখন রাজনৈতিক দলগুলো জনগণের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করছে।”

সংলাপে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পরিবেশবান্ধব ও টেকসই পরিকল্পনা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর