আগামী শনিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদল বিশেষ ট্রেনের মাধ্যমে ঢাকায় আসবে। এ লক্ষ্যে ২০ বগি বিশিষ্ট একটি বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে, যা সমাবেশের দিন সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে এবং সন্ধ্যায় ফিরে আসবে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল মহাব্যবস্থাপক কার্যালয় থেকে দেওয়া এক জরুরি বার্তায় চট্টগ্রাম ও ঢাকা বিভাগের রেলওয়ে ম্যানেজারদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ের বার্তায় জানানো হয়, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে একটি পিএইচটি টাইপের বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটিতে ২০টি কোচ থাকবে, যাতে প্রায় ১ হাজার ১২৬ জন যাত্রী পরিবহন সম্ভব হবে।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক জানান, ছাত্রদলকে ‘মহানগর ট্রেন (৭২১-২২)’ নামে একটি বিশেষ ট্রেন দেওয়া হচ্ছে। ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করবে এবং সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে ফিরে আসবে। তিনি আরও জানান, রেলওয়েতে কোনো বকেয়া রাখার সুযোগ নেই, সব ধরনের ফি অগ্রিম পরিশোধ করতে হয়।
সমাবেশে অংশগ্রহণ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, “দলীয় প্রোগ্রাম বলেই আমাদের দলবদ্ধভাবে অংশ নিতে হচ্ছে। চট্টগ্রাম থেকে প্রায় দুই থেকে আড়াই হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। প্রোগ্রাম সফল করতে আমরা সব ধরনের কষ্ট সহ্য করতেও প্রস্তুত।”
ভাড়া সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এটি সিনিয়র নেতারা সমন্বয় করছেন।
রেলওয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ট্রেন চলাচলের সময় চট্টগ্রাম ও ঢাকা রেলস্টেশনে আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) নিয়োজিত থাকবে এবং চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক চার্জ আদায়ের দায়িত্বে থাকবেন।
ছাত্রদলের এই বিশেষ উদ্যোগকে কেন্দ্র করে চট্টগ্রাম ও ঢাকার রেলস্টেশনে বাড়তি প্রস্তুতি নিতে বলা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: