[email protected] রবিবার, ৩ আগস্ট ২০২৫
১৯ শ্রাবণ ১৪৩২

‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা আগামীকাল: এনসিপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৫, ১৪:০২

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আগামীকাল রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে।

শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, “আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।”

প্রসঙ্গত, প্রায় এক মাস আগে থেকেই এই কর্মসূচির ঘোষণা দিয়ে রেখেছিল এনসিপি। এরই ধারাবাহিকতায় আগামীকাল ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে দলটি।

এদিকে, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে এনসিপির মাসব্যাপী কর্মসূচি শেষ হয়েছে গত ৩০ জুলাই। সেই কর্মসূচির অংশ হিসেবেই শহীদ মিনারে এই ইশতেহার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে দলটি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর