বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পরিদর্শনে আসেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান , জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌরসভার ১০ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর তহুরুল ইসলাম সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, জেলা হাসপাতালের তত্তাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, আরএমও ডা. আব্দুস সামাদ, ডা. ইসমাইল হোসেন ও ডা. মাহফুজুর রায়হান এনডিএফ এর চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ডা. মহিউদ্দিন প্রমুখ।
এইসময় জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল জেলার স্বাস্থ্য সেবার মান উন্নতি করার জন্য ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নতি করণ, ২৫০ বেডের রোগিকেই প্রয়োজনীয় ডায়েট (খাবার) দেওয়ার ব্যাবস্থা ও পর্যাপ্ত চিকিৎসক, স্টাফের ব্যাবস্থাসহ হাসপাতালের সেবার মান উন্নতিকরণে সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: