[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করলেন জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ১৬:১৪
আপডেট: ১৯ আগষ্ট ২০২৫ ১৭:০৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের পর নূরুল ইসলাম বুলবুল বলেন, জেলার স্বাস্থ্য সেবার মান উন্নতি করার জন্য ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নতি করণ, সকল রোগিকেই প্রয়োজনীয় ডায়েট (খাবার) দেওয়ার ব্যাবস্থা এবং পর্যাপ্ত চিকিৎসক ও স্টাফের ব্যাবস্থাসহ হাসপাতালের সেবার মান উন্নতিকরণে সর্বদা পাশে থাকবো।

এসময় তিনি জেলা হাসপাতালের তত্ততত্ত্বাবধক মুহাম্মদ মশিউর রহমান, আরএমও আব্দুস সামাদ, ডা. ইসমাইল হোসেন ও ডা. মাহফুজুর রহমানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাক্ষাৎ করেন। একই সাথে রোগী ও রোগীর স্বজনদের সাথেও সাক্ষাৎ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌরসভার ১০ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর তহুরুল ইসলাম সোহেল।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর