জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম আগামী ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এ সফরের আয়োজন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মালয়েশিয়া চ্যাপ্টার।
তিন দিনের এ সফরে নাহিদ ইসলাম দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার কথা রয়েছে তার। সফরের অংশ হিসেবে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরের উল্লেখযোগ্য অংশ হিসেবে মালয়েশিয়ায় একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে ৩০০-র বেশি প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এ মহাসমাবেশে রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী ও সাধারণ প্রবাসীরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, প্রবাসীদের অধিকার, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রগঠনে প্রবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: