[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়: রুমিন ফারহানা প্রসঙ্গে সারজিস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫, ১৭:২৪

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে নির্বাচন কমিশনে (ইসি) এনসিপির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে ইসিতে ঘটে যাওয়া মারামারির পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, “ইসির ভেতরেই একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায়, তাহলে এই অথর্ব ইসি কীভাবে সারা বাংলাদেশে অন্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে? সুষ্ঠু ভোট সম্পন্ন করবে?”

তিনি অভিযোগ করে বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানার উপস্থিতিতে তার কর্মীরা এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে শারীরিকভাবে আঘাত করেছে। তার অপরাধ ছিল শুধু সীমানা পুনঃনির্ধারণের বিরোধিতা করে আপিল করা।

সারজিস আলম আরও লেখেন, “টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়, লেকচার দেওয়া যায়। কিন্তু কাজ দিয়েই প্রকাশ পায়—কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে, আর কে সংশোধন হবে। বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায়? জোর যার, মুলুক তার বানাতে চায়?”

তিনি সতর্ক করে বলেন, “এই সুযোগ আর দেওয়া হবে না।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর