বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তবে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই; ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, একে কেউ ঠেকাতে পারবে না।
শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
ফারুক বলেন, “যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে। তাদের কাছ থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না।”
তিনি অভিযোগ করেন, জনগণের আকাঙ্ক্ষা ছিল দ্রুত সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরে আসবে। কিন্তু এর বিপরীতে ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেন, “যত দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ততই জাতির মঙ্গল হবে।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: