[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

মানুষ বিএনপির বিকল্প দল খুঁজতে পারে না: দুলু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩০

সংগৃহিত ছবি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের মানুষ বিএনপির কোনো বিকল্প খুঁজে পায় না। বিএনপি লক্ষ কোটি মানুষের ভালোবাসার দল, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দল।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে কাপুরুষের মতো জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বিএনপি বিলীন হয়ে যাবে। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।”

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “আরেকটি দল স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান পালিয়েছিল। তাদের সাম্প্রতিক সময়ের নেতা শেখ হাসিনাও ভারতে পালিয়েছেন। আওয়ামী লীগের ইতিহাস পালানোর, আর বিএনপির ইতিহাস সংগ্রামের ও দেশ গঠনের।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দুলু বলেন, “নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। কোনো ষড়যন্ত্র বা পানি ঘোলা করে নির্বাচন বানচাল করা যাবে না। তারেক রহমান হুকুম দিলে পাঁচ মিনিটে টেকনাফ থেকে তেঁতুলিয়ার পানি পরিষ্কার করা সম্ভব।”

আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর