বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান জুলাই-আগস্ট মহাবিপ্লবের ভিত্তি তৈরি করেছিলেন। সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই ছাত্র-জনতা শেখ হাসিনার মতো ‘রক্তচোষা বাদুরকে’ দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। “এই আন্দোলনের মূল নায়ক ও আর্কিটেক্ট ছিলেন তারেক রহমান”—বলেছেন তিনি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রশিবিরের প্যানেলে জিএস পদপ্রার্থী ছিলেন এক সময়ের ছাত্রলীগের নেতা। এমনকি ভিপি পদপ্রার্থীও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছেন ফাহমিদা। এজন্য তাকে সাইবার বুলিং ও নানা হুমকি দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের ছদ্মবেশে এসব প্রার্থী এখন অন্য সংগঠনের হয়ে নির্বাচন করছে। “যখন তারা ছাত্রলীগ করতো তখন গণতান্ত্রিক আন্দোলনে হামলা চালিয়েছে, হাত-পা কেটেছে। আজ তারাই ছাত্রশিবিরের নেতা হয়ে সাধারণ ছাত্রদের ভোট চাইছে।”
তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের পাশাপাশি অনেক দলের প্যানেল অংশ নিচ্ছে। কিন্তু যদি ১৯৭১ সালের রাজনৈতিক ভুলের জন্য কাউকে রাজাকার বলা হয় এবং এজন্য সাইবার বুলিং ও হুমকির সম্মুখীন হতে হয়, তাহলে সেই সংগঠন কখনোই বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার পরিবেশে বিশ্বাসী নয়।
শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ অন্যান্য নেতারা। সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: