বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না দিলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে অবৈধ হিসেবে বিবেচিত হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর জামায়াত আয়োজিত পাঁচ দফা গণদাবি সংবলিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম বুলবুল বলেন, “জুলাই সনদের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়ে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে, সেই সরকার তার এক বছর পূর্ণ করেছে। এখন যদি জুলাই সনদ ও ঘোষণাপত্রের ভিত্তিতে আইনগত স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে এই সরকার জনগণের দৃষ্টিতে অবৈধ হিসেবে বিবেচিত হবে।”
তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন সংগ্রাম সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের পাঁচ দফা দাবি মানতে বাধ্য করব ইনশাআল্লাহ। আন্দোলন কাকে বলে, কত প্রকার, কী কী—তা আমরা দেখিয়ে দেব। প্রয়োজনে আপনাদের বাসভবন ঘেরাও করতেও দ্বিধাবোধ করব না। তখন পালানোরও জায়গা পাবেন না।”
এ সময় তিনি ৭৩ শতাংশ জনগণ পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন চায় উল্লেখ করে বলেন, “কোনো রাজনৈতিক দলের নির্দেশে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ৭৩ শতাংশ মানুষের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে, তাহলে তা স্পষ্টতই গণইচ্ছার বিরোধিতা। আমরা এর প্রতিবাদ করব।”
বিক্ষোভ সমাবেশে জামায়াতের অন্যান্য নেতারাও অংশ নেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: