আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জেলা ও মহানগরের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্যসচিব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, পূজা মণ্ডপে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, যেকোনও নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করা এবং প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তিনি পূজা মণ্ডপে বিশৃঙ্খলা চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্টের গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন এবং এ বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান।
গত বছরের মতো এবারও বিএনপি নেতাদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে ব্যাপারে নেতাকর্মীরা সহযোগিতা করবেন এবং হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন। যারা সুযোগসন্ধানীভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদের প্রতিহত করতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বিএনপি নেতাদেরও নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: