[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

আমরা কোন প্রতিশোধ নিতে চাইনা- সাবেক এমপি হারুন

জাহিদুর রহমান

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৬
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৯

সমাবেশে বক্তব্য রাখছেন সাবেক এমপি মোঃ হারুনুর রশিদ

সুদীর্ঘ ১৫ বছর পর আজ (৭ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে গণ আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা এবং অবিলম্বে গণহত্যা, দুর্নীতিবাজ, গণতান্ত্রের বিচার, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ে নির্বাচনের রোড ম্যাপের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মোঃ হারুনুর রশিদ বলেন, বিগত ১৫ বছর আমরা কোন সমাবেশ করতে পারিনি। যারা নতুন স্বাধীনতার পথ সৃষ্টি করেছে তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন বাংলাদেশের ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিল করতে হবে এবং আহতদের রাষ্ট্রীয় ভাবে সহযোগিতা করতে হবে। যারা বিগত ১৫ বছরে জুলুম নির্যাতন ও হত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে।

জামায়াতের আমীরের বক্তব্যের বিষয়ে বলেন, ইতিমধ্যে দেখলাম একটি দল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের রক্ত শুকায়নি। গত পনের বছরে গণতন্ত্রকে হত্যা করে যারা এদেশের জণগণের রক্ত চুষেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাদের ক্ষমা করার অধিকার কে দিয়েছে আপনাদের? কে দায়িত্ব দিয়েছে আপনাদের? জামায়াতকে উদ্দেশ্যে করে এমন প্রশ্নও করেন তিনি।

সাবেক এমপি হারুন বলেন, আমরা কোন প্রতিহিংসার রাজনীতি চাইনা। আমরা কোন প্রতিশোধ নিতে চাইনা। আমরা বিচার চাই।

অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনুস কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দুঃসময়ে তিনি জাতির দায়িত্ব গ্ৰহণ করেছেন। আমরা আশা করি , যত দ্রুত সম্ভব একটি গ্ৰহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর