বাংলাদেশে আর চেতনার ব্যবসা চলবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “একাত্তরের চেতনা ব্যবসা দেশের মানুষ গ্রহণ করেনি। তেমনি জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “একাত্তরের চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। মানুষ এখন ভাষণ ও শোষণের রাজনীতি পছন্দ করে না।”
ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারকারীদের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, “যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চাইছে তারা ধর্ম ব্যবসায়ী। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে।”
তিনি অভিযোগ করেন, “কিছু রাজনৈতিক দল ও মিডিয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার মাধ্যমেই সব ষড়যন্ত্র প্রতিহত করবে।”
আগামী জাতীয় নির্বাচন নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। এর নেতৃত্ব দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ইতিহাস লুটপাট, দুর্নীতি, ভোটচুরি ও গণতন্ত্র হরণের ইতিহাস। যারা মানবতাবিরোধী অপরাধ, গুম-খুন ও হত্যাকাণ্ড ঘটিয়েছে— বিএনপি ক্ষমতায় গেলে তাদের বিচার হবে। বিএনপি ক্ষমতায় এলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে, যা মানুষের প্রত্যাশা পূরণ করবে।”
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সকলে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: