রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। বুধবার (২৬ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তিনি বাঘা উপজেলার গাঁওপাড়া গ্রামের আমির হোসেন আমুর ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (আইসিইউ) ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, গত ২২ জুন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সর্বশেষ তার মাথার ক্ষত স্থানে ইনফেকশন দেখা যায়।
উল্লেখ্য, গত ২২ জুন আধিপত্য বিস্তারের জেরে স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম এবং পৌরসভার মেয়র আক্কাস আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে এ ঘটনায় বাঘা যুবলীগের যুগ্ম সম্পাদক বাদী হয় ৪৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এখন পর্যন্ত উক্ত মামলায় সাতজনকে আটক করেছে পুলিশ। তারা সবাই পৌর মেয়রের সমর্থক বলে জানা গেছে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: