[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রিমান্ডে এসি রুমে থাকছেন সালমান, আনিসুলরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৯

ফাইল ছবি

সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ যত ভিআইপি আসামি রিমান্ডে রয়েছেন তাদের সকলেই আরাম আয়েশেই দিন যাপন করছেন।

 এসি রুমে থাকছেন, খাচ্ছেন বাসায় বানানো মজাদার খাবার। ডিবির বিশ্বস্ত এক সূত্রের বরাতে দেশের জাতীয় গণমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

এমন আরাম আয়েশে দিন কাটানোর জন্যই বারবার রিমান্ড আবেদন করে তা মন্জুর করানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। বিগত সরকারের সহযোগী নেতাদের রিমান্ড শেষ হওয়ার নাম নাই। ধাপে ধাপে রিমান্ড হতেই আছে তাদের। রিমান্ড শেষ হওয়ার পর তাদের কারাগারে পাঠানো হচ্ছে না। কারণ, রিমান্ডে থাকলেই বেশ আরামে ডিবি হেফাজতে দিন যাপন করতে পারবেন।

যেসব নেতাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি তারা চেক সাইন করছেন। চাইলেই পছন্দের জিনিস আনাতেও পারছেন সেখানে। জানা যায় রিমান্ডে বেশিরভাগ নেতারা একসাথেই সময় কাটাচ্ছেন। টিভিতে নিজেদের খবর দেখে হাসাহাসিও করছেন বলেও জানা গেছে।

অভুত্থানে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বেশ কিছু শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বলেন, যত অপকর্ম সবকিছু শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিদের্শেই হয়েছে। অধিকাংশ অনিয়ম ও অপরাধমূলক কর্মকান্ডের সাথে শেখ পরিবারে সদস্যরা সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছে তারা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর