[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

মামলা আতঙ্কে প্রকাশ্যে আসছেন না মাহিয়া মাহি!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:১১

সংগৃহীত ছবি

অভিনয়ের বাইরে অভিনেত্রী মাহিয়া মাহি যুক্ত আছেন রাজনীতিতেও। আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবেও মাঠে ছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হতে চেয়েছিলেন এই নায়িকা।

নির্বাচনে নৌকার মনোনয়ন না পেলেও আওয়ামী লীগের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এরপরই কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে মামালাও হয়েছে। মামলা আতঙ্কে প্রকাশ্যে আসছেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি এমনটাই ধারণা করা হচ্ছে।

 

এমনটাই জানিয়েছেন এই চিত্রনায়িকার ঘনিষ্ঠজনেরা। মাহি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। কয়েক বছর ধরে রঙিন পর্দায় নিয়মিত না থাকলেও নেত্রী হওয়ার জন্য ভালোই দৌড়ঝাঁপ করেছিলেন রাজনীতির মাঠে। কিন্তু তাতে খুব একটা লাভ করতে পারেন তিনি।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন মাহিয়া মাহি। তাই নির্বাচনের আগে নৌকা প্রতীকের আশায় দ্বিতীয় স্বামী রাকিব সরকারকে সঙ্গে নিয়ে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের দ্বারে দ্বারে ঘুরতে দেখা গেছে তাকে। কিন্তু দল ভরসা করতে না পারায় মনোনয়ন দেওয়া হয়নি।

 

এতেও দমে যাননি তিনি। স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নামেন। সেখানেও নৌকার প্রার্থীর কাছে ভরাডুবি হয়ে নির্বাচনে পরাজয় বরণ করে সে।

 

নির্বাচনে হেরেও হতাশ না হয়ে আওয়ামী লীগের হয়েই মাঠে কাজ করেন তিনি। কিন্তু নির্বাচনের পরাজয়ের প্রভাব পড়ে অভিনেত্রীর দ্বিতীয় সংসারে। তার দ্বিতীয় সংসারও ভেঙে যায়। বর্তমানে ব্যক্তি জীবনে একমাত্র পুত্রসন্তানকে নিয়ে একাই পথ চলছেন মাহি।

 

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ মিলছে না মাহির। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট দেখা গেলেও ফেসবুক ম্যাসেঞ্জার কিংবা ফোনকল ধরছেন না তিনি। এমনকি শুটিং ফ্লোরেও দেখা নেই এই তার।

 

হঠাৎ কোথায় হারিয়ে গেল সে! এ বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কেউই খোঁজ দিতে পারেননি মাহিয়া মাহির।

 

তবে কয়েক দিন আগে দেশত্যাগ করতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের জেরার মুখে পড়েন এই অভিনেত্রী। এয়ারপোর্টে দেড় ঘণ্টা বসে থাকতে হয় তাকে। বিষয়টি সোশ্যাল মাধ্যমে নিজেই জানান তিনি। পরে ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পে

রেছিলেন মাহি।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর