[email protected] শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
৯ কার্তিক ১৪৩২

বিএনপিতে নতুন দায়িত্ব পেলেন হুমায়ুন কবির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৫:৫৭

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হুমায়ুন কবির বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেবেন।

এর আগে গত ৫ অক্টোবর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হুমায়ুন কবিরের প্রার্থী হওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর