[email protected] বৃহঃস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
২ মাঘ ১৪৩২

খালেদা জিয়ার শারীরিক অবনতিতে উদ্বেগ প্রকাশ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:৪০

সংগৃহিত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

স্ট্যাটাসে জামায়াত আমির লিখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি অত্যন্ত উদ্বেগজনক। তার সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তারা নিয়মিত খোঁজখবর রাখছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও প্রার্থনা করে বলেন, মহান রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন, তাঁর সব কষ্ট সহজ করে দেন এবং উত্তম ব্যবস্থা করে দেন।

স্ট্যাটাসের শেষে ডা. শফিকুর রহমান দোয়া করেন, মহান আল্লাহ যেন সবাইকে রোগব্যাধি ও বিপদাপদ থেকে নিরাপদে রাখেন। আমিন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর