[email protected] রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২

রংপুরে আজ সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪

সংগৃহিত ছবি

জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সমমনা আট দলের রংপুর বিভাগীয় সমাবেশ আজ অনুষ্ঠিত হচ্ছে।

বিকেল ৩টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এই সমাবেশ শুরু হবে। বিভাগের ৫৮টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি আশা করছে আয়োজক কমিটি। সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল জানান, আট দলের পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন,

জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু,

সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি,

জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আট দলের নেতা ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আট দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর