বিএনপি-জামায়াতের বাইরে নতুন একটি রাজনৈতিক ও নির্বাচনী জোট গঠনের উদ্যোগ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে নতুন রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবে।
আজ বিকেল ৪টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিন দলের শীর্ষ নেতারা আনুষ্ঠানিকভাবে জোটটির ঘোষণা দেবেন। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই জোটের মূল লক্ষ্য হলো ‘জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের একটি রাজনৈতিক–নির্বাচনী ঐক্য গড়ে তোলা।’
এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন দুপুরে সাংবাদিকদের জানান, জোট ঘোষণার সংবাদ সম্মেলনে তিন দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।
জোট গঠনের আলোচনায় শুরুতে গণঅধিকার পরিষদও যুক্ত ছিল। তবে গত ২৭ নভেম্বরের বৈঠকে মতপার্থক্য দেখা দেয়। বিশেষ করে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’-কে জোটে অন্তর্ভুক্ত করা নিয়ে এনসিপি কড়া আপত্তি তোলে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জোটের লক্ষ্য, কর্মপরিকল্পনা ও সক্ষমতা নিয়ে তাদের তোলা প্রশ্নের কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি বলেন, “আমরা প্রশ্নের উত্তর না পেয়ে অন্ধকারে ঝাঁপ দিতে পারি না… স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় এই জোটে গণঅধিকার পরিষদ থাকছে না।”
আজকের ঘোষণার মাধ্যমে তিন দলের নতুন রাজনৈতিক জোটের পথ আনুষ্ঠানিকভাবে খুলে যাচ্ছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: