আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ১২৫টি আসনে প্রার্থী মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মনোনয়নের তালিকা ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। রংপুর-৪ আসনে লড়বেন দলের সদস্য সচিব আখতার হোসেন নিজেই। পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা এবং ঢাকা-১৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থী হয়েছেন। এছাড়া নোয়াখালী-৬ আসনে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আব্দুল হান্নান মাসউদের নাম।
তবে প্রাথমিক মনোনয়ন তালিকায় এনসিপির বেশ কয়েকজন পরিচিত ও সম্ভাবনাময় নেতা-নেত্রীর নাম নেই। প্রথম ধাপে ঘোষিত তালিকায় স্থান পাননি দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এছাড়াও, ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা রিকশাচালক সুজনের নামও প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
দলীয় সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে বাকি আসনগুলোর জন্যও প্রার্থী ঘোষণা করা হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: