আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন করে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে।
নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশগ্রহণের জন্য তারেক রহমানকে প্রথমে ভোটার হতে হবে। লন্ডনে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে ভোটার হওয়া সম্ভব। এরপর তিনি সশরীরে বা প্রতিনিধি মারফত মনোনয়ন দাখিল করতে পারবেন। অর্থাৎ নির্বাচনে অংশ নিতে তারেক রহমানকে দেশে ফেরার বাধ্যবাধকতা নেই।
বিএনপি নেতারা দেশের প্রত্যাবর্তন নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন। লক্ষ্মীপুরে এক নির্বাচনি জনসভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, তারেক রহমান ‘খুব শিগগির’ দেশে ফিরবেন এবং তা দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে দিতে পারে।
এদিকে নির্বাচনের সময়সূচি অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১১ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, নির্বাচনী প্রচার ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত এবং ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: