ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন একই আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেকের জরুরি বিভাগ থেকে আহত হাদিকে দেখে বেরিয়ে আসার সময় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত উৎসুক জনতা ‘আব্বাস ভুয়া’, ‘চাঁদাবাজ ভুয়া’, ‘সন্ত্রাসী আব্বাস’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
স্লোগান দিতে দিতে জনতা তাকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে জনতাকে সরিয়ে দিলে মির্জা আব্বাস হাসপাতাল চত্বর থেকে বের হতে সক্ষম হন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: