[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৮ অগ্রহায়ণ ১৪৩২

হাদিকে গুলির প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১৮:২৬

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করতে নীলনকশা অনুযায়ী ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে এক ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলার মাত্রা বাড়ছে। দুপুরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে। তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

রিজভী বলেন, “একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নস্যাৎ করার জন্য নীলনকশা অনুযায়ী হামলা চলছে। ওসমান হাদির ওপর হামলাও সেই ধারাবাহিকতার অংশ।” তিনি আরও জানান, প্রায় দেড় মাস আগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকে গুলি করে আহত করা হয়েছিল।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও বিরোধী নেতাদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা বাড়ছে। এসব হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

ঘোষণা অনুযায়ী, আগামীকাল ১৩ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো বিক্ষোভ মিছিল করবে। হাদির ওপর হামলার ঘটনা তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতেই এই কর্মসূচি পালন করবে দলটি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর